Site icon চ্যানেল আই অনলাইন

কাতারের প্রধানমন্ত্রীর সাথে তালেবান নেতার গোপন আলোচনা 

Advertisements

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি চলতি মাসের শুরুতে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার সাথে গোপন আলোচনা করেছেন। যদিও এই বিষয়ে মার্কিন প্রশাসনকে জানিয়েছিল কাতার। 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আলোচনাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে উত্তেজনা নিরসন এবং আফগানিস্তানের শাসকদের বিচ্ছিন্নতা থেকে বের হয়ে আসার উপায়, মেয়েদের শিক্ষা এবং মহিলাদের কর্মসংস্থানের ওপর তালেবানি নিষেধাজ্ঞা বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে করা হয়েছিল।

সূত্রে জানায়, ১২ মে দক্ষিণ আফগানিস্তানের শহর কান্দাহারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই ইসলামপন্থী আন্দোলনের কাছে মেয়েদের স্কুলে পড়া এবং জাতিসংঘের সংস্থা ও মানবিক গোষ্ঠীগুলোর জন্য কাজ করা মহিলাদের ওপর নিষেধাজ্ঞার অবসানের দাবিও জানিয়েছে।

আলোচনায় হাইবাতুল্লাহ কিছু বিষয়ে আপোষ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সুত্র জানায়, বৈঠকটি ইতিবাচক ছিল এবং হাইবাতুল্লাহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংলাপ চালিয়ে যেতে আগ্রহী৷

Exit mobile version