তালেবান সরকারের আফগান নারীদের জাতিসংঘের অধীনস্ত কোন কাজে যুক্ত হতে নিষেধাজ্ঞা জারি করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ তাদের আফগানিস্থানে নিযুক্ত নারী এবং পুরুষ কর্মীদের আগামী ৪৮ ঘণ্টার আগে পর্যন্ত কাজ থেকে বিরত থাকতে জানিয়েছে।
২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখল করার পর থেকে নারী স্বাধীনতার উপর ক্রমবর্ধমান বাধার সৃষ্টি হচ্ছে। জাতিসংঘ এধরণের পদক্ষেপকে অগ্রহণযোগ্য এবং স্পষ্টভাবে অকল্পনীয় বলে অভিহিত করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে, স্থানীয় তালেবান কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার আফগান নারীদের জাতিসংঘের স্থাপনায় কাজ করতে যেতে বাধা প্রদান করেছে।
তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে কিশোরী ও নারীদের স্কুল ও কলেজ থেকে নিষিদ্ধ করা হয়েছে। তারা জানিয়েছে, মহিলাদের এমনভাবে পোশাক পরতে হবে যা শুধুমাত্র তাদের চোখকে প্রকাশ করে, যদি তারা ৭২ কিলোমিটার এর বেশি ভ্রমণ করে তবে তাদের একজন পুরুষ আত্মীয়ের সাথে থাকতে হবে। এছাড়াও গত বছর নভেম্বরে, মহিলাদের পার্ক, জিম এবং সুইমিং পুল থেকে নিষিদ্ধ করা হয়।
গত মাসে, নারী শিক্ষার জন্য একজন বিশিষ্ট আফগান প্রচারক মতিউল্লাহ ওয়েসাকে অজ্ঞাত কারণে গ্রেপ্তার করেছিল তারা। ফেব্রুয়ারিতে প্রফেসর ইসমাইল মাশাল নামের একজন স্পষ্টবাদী সমালোচক আফগান নারীদের বিনামূল্যে বই দেওয়ার সময় কাবুলে গ্রেপ্তার হন।








