তাইওয়ানের কাছে এফ-১৬ ফাইটার প্লেন এবং রাডার সিস্টেমের খুচরা যন্ত্রাংশ বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বা পেন্টাগন।
আজ ৩০ নভেম্বর শনিবার একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে পেন্টাগন এই অনুমোদন দেয়।
এসব অস্ত্র-সরঞ্জামের মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান ও রাডারের অতিরিক্ত যন্ত্রাংশও আছে। এফ-১৬ যুদ্ধবিমান ও অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে রাডারের কাজে লাগবে।
পেন্টাগন আরও জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর তাইওয়ানকে ৬৫ মিলিয়ন ডলারের উন্নত প্রযুক্তির সহজে বহনযোগ্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এই বিক্রির প্রধান ঠিকাদার হলো জেনারেল ডাইনামিকস।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে যে, বিক্রির শর্তগুলো এক মাসের মধ্যে কার্যকর হবে এবং এসব যন্ত্রপাতি একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতে সহায়ক হবে।
তারা জানায়, তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং তাইওয়ান প্রণালি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে।









