সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পথে রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্ট উইকেট দখলের লড়াইয়ে শীর্ষে উঠলেন বাঁহাতি স্পিনার।
১৬ টেস্টে ৩০ ইনিংসে তাইজুল নিয়েছেন ৭৯ উইকেট। শীর্ষস্থানটি ছিল সাকিব আল হাসানের দখলে। ২১ টেস্টে ৩৬ ইনিংসে সাকিব নেন ৭৬ উইকেট। সেটি টপকে যান তাইজুল। প্রোটিয়াদের বিপক্ষে চলতি টেস্টেই দুইশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন ৩২ বর্ষী বাঁহাতি স্পিনার।
তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। অফস্পিনার ১২ টেস্টের ২২ ইনিংসে নিয়েছেন ৫৮ উইকেট। পরে রয়েছেন ভারতের সাবেক বাঁহাতি পেসার জহির খান। মাত্র দুই টেস্টে নিয়েছেন ১৭ উইকেট।









