কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, পদ বাণিজ্য এবং সংগঠনের নামে চাঁদাবাজি করার জন্য সৌদি আরব তায়েফ প্রাদেশিক বিএনপির সাবেক সভাপতি ইয়াহিয়া তরফদারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে তায়েফ বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও তায়েফ বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল ফারুক তপন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তায়েফ বিএনপির সহ-সভাপতি শাজাহান ভূইয়া। এতে আরো বক্তব্য রাখেন তায়েফ বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন নাসির উদ্দিন ও তায়েফ যুবদলের সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, মাহাবুবুর রহমান, আহছান উল্লা মিলন, মহসিন জাভেদ, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তায়েফ বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া।
প্রতিবাদ সভায় বক্তারা সাবেক সভাপতি ইয়াহিয়া তরফদারের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ও সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন এর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় বক্তারা বলেন, যেহেতু আমাদের সভাপতি সাধারণ সম্পাদক কেউ নেই, এমতাবস্থায় কমিটির অস্তিত্ব আছে বলে আমরা মনে করি না। আমরা অবিলম্বে নতুন আহ্বায়ক কমিটির দাবি জানাচ্ছি।
উল্লেখ, তায়েফ বিএনপির সাবেক সভাপতি ইয়াহিয়া তরফদার ও সাধারণ সম্পাদক নুর আলম এবং সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া নেতৃত্বে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না করেই সভাপতি স্বেচ্ছাচারিতার আশ্রয় নেন বলে অভিযোগ করেন প্রতিবাদ সমাবেশের নেতৃবৃন্দ।









