জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খানের গানের বদৌলতে এক উন্মত্ত সন্ধ্যা দেখল নিউইয়র্ক। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুইন্সের একটি পার্টি হলে কনসার্টে অংশ নেন তাহসান। সেখানে তিনি গানে গানে মাতিয়ে তোলেন।
গোল্ডেন এজ হোমকেয়ার প্রেজেন্টস তাহসান লাইভ কনসার্টে তাহসানের গান শুনতে বিকেল থেকেই শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা ভিড় করতে থাকেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
“প্রেম তুমি” গান গাইতে গাইতে মূল মঞ্চে আসেন তাহসান খান। এরপর পরিবেশন করেন তার আরেক জনপ্রিয় গান “ভালবাসি শুধু তোমায় ভালবাসি”।

তারপর উপস্থিত দর্শকদের অনুরোধে একে একে গেয়ে শোনান তুমি ছুয়ে দিলে মন, ঈর্ষা, প্রেমাতাল, কেউ না জানুক আমিতো জানি আমি তোমার, আমি সেই সুতো হবো’র মতো অত্যান্ত জনপ্রিয় সব গান। এবং শেষ করেন তার আরেক কালজয়ী গান ‘আলো” দিয়ে।
তাহসান বলেন, অনেকদিন পর নিউইয়র্কে গাইতে এসে অনেক ভাল লাগছে। বিশেষ করে আপনাদের মতো এতো প্রানবন্ত মানুষদের দেখে মনে হচ্ছে আরো আগে আপনাদের সামনে গান গাইতে পারলে ভাল লাগত।
তাহসান খান মঞ্চে আসার পূর্বে নিউইয়র্কের গুণী শিল্পী রানু নেওয়াজের জন্মদিন উপলক্ষে বিশেষ কেক কাটা হয়।

আয়োজক সংস্থা, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নারীদের সংগঠন বিউটিফুল লেডিস অব ইউএসএ’র সিলভি চ্যানেল আই অনলাইনকে জানান, এটি তাদের ৮ম আয়োজন হলেও এবারের কনসার্টেই সবচেয়ে বেশি সংখ্যক মেয়েরা অনুষ্ঠানে অংশ নিতে রেজিষ্ট্রেশন করেছে।
অনুষ্ঠানে তাহসান ছাড়াও সংগীত পরিবেশন করেন রানু নেওয়াজ, প্রেমা ও অনিক রাজ।









