কানাডার টরন্টো নর্থ ইয়র্কের টেগোর সেন্টারে রবি চর্চার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় ‘তবু অনন্ত জাগে।’
রবি চর্চার কর্ণধার ড. সঞ্জীব মুখার্জি অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান। এরপর শুরু হয় গান, কথা, কবিতার অনুষ্ঠান। পিনপতন নীরবতায় স্রোতারা সকলের পরিবেশনা উপভোগ করেন।
রবীন্দ্র অনুরাগী ড. সঞ্জীব মুখার্জি নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নিজের গাওয়া দুটি গানে শ্রোতারা মুগ্ধ হন। ৯০ বছর বয়সে এসেও তাল, লয় মিলিয়ে তার পরিবেশনা ছিল বিশ্ময়ে ভরা।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ শিল্পী সংস্থা কানাডার বরেণ্য শিল্পী চিত্রা সরকার, শিল্পী বাবলু হক, নাহিদ কবির কাকলী ও প্রতিশ্রুতিশীল শিল্পী শোভা আকবর। অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন মঞ্জুশ্রী নন্দী, অনিন্দ ব্যানার্জী, অপরেশ চক্রবর্তী।
অনুষ্ঠানে রবীন্দ্র ভাবনা নিয়ে কথা বলেন দিলীপ চক্রবর্তী। কবিতায় ছিলেন ফারজানা হক ও হিমাদ্রী রায়। তবলায় সঙ্গত করেন চিন্ময় কর এবং কিবোর্ড রুপতনু শর্মা।
সঞ্চালনা করেন দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী রায়।









