প্যারিস অলিম্পিকে নবম দিনে টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের ফ্যান ঝেনডং। হারিয়েছেন সুইডেনের ট্রুলস মোরগার্ডকে। এ নিয়ে নবম দিনে চীনের স্বর্ণ সংখ্যা দাঁড়াল ১৮টিতে।
সোনার লড়াইয়ে পুরো পর্বে আধিপত্য বিস্তার করেছেন ফ্যান। পঞ্চম সেটে দারুণ লড়েন মোরগার্ড। ৩-১০এ পিছিয়ে থাকা সুইডিশ এক, দুই করে আট পর্যন্ত পৌঁছালেও শেষটা জিততে পারেননি।
তিন বছর আগে মোরগার্ডের কাছে টোকিওতে হেরে পদক হাতছাড়া করেছিলেন ফ্যান। আসরের শুরুর দিকে ফ্যানের সতীর্থ ওয়াং চুকিন মোরগার্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছিলেন।









