বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, আগামী ৫ বছরে অলিম্পিক ও এশিয়া কাপে কোয়ালিফাই করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে এখনই ১৩-১৪ বছরের শিশুদের নিয়ে কাজ করছে বাফুফে।
শুক্রবার দুপুরে চাঁদপুরে মতলবের এখলাছপুর ইউনিয়নের বোরচর হাইস্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তাবিথ।
বলেন, ‘একবছরে প্রান্তিক পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেয়ার স্বীকৃতি পেয়েছে বাফুফে। দেশের বিভিন্ন প্রান্তে ফুটবলকে ছড়িয়ে দিয়ে ভালো ফুটবলার তৈরি করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে বিগত দিনে যে লিগগুলো হয় নাই, সেগুলো চালু করা হবে।’
অনুষ্ঠানে মতলবের চরবাসীর জন্য দিনব্যাপী ঢাকা থেকে বিশেষজ্ঞ ২২ জন চিকিৎসক এনে সহস্রাধিক রোগীকে সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। পরে ছেঙ্গারচর কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন বাফুফে সভাপতি।









