যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের লড়াইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতেছে ভারত। দলটির অধিনায়ক রোহিত শর্মা নিউইয়র্কের পিচে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াবে লড়াই। আইরিশদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই নামছে ভারত।
টসে জিতে অধিনায়ক রোহিত বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে এমন পিচে আমরা খেলেছিলাম। এখানে আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। হার্দিক পান্ডিয়াকে রেখে দলে চার পেসার খেলাব। দুই স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা এ ম্যাচে খেলবে।’
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পান্ট, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
আয়ারল্যান্ডের একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, অ্যান্ড্রু ব্যালবির্নে, কার্টিস ক্যাম্ফের, গ্যারেথ ডেলানে, জর্জ ডকরেল, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট।









