বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এ নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে জানিয়ছেন, বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশে আছে।
বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড পরিচালকের মন্তব্য নিয়ে অবস্থান পরিস্কার করেছে বিসিবি। বলেছে, যার আচরণে ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক কিংবা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি হয়, এমন কোনও ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বোর্ড।
‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক মন্তব্য যা উদ্বেগ সৃষ্টি করেছে তার সমাধান করতে চায় বিসিবি। বোর্ড এমন মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে যা অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতমূলক বলে বিবেচিত হতে পারে। এই ধরনের মন্তব্য বোর্ডের মূল্যবোধ, নীতি বা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলন প্রতিফলিত করে না। একই সঙ্গে এসব মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রত্যাশিত আচরণবিধির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত মুখপাত্র কিংবা মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বক্তব্য ছাড়া কোনো পরিচালক বা বোর্ড সদস্যের মন্তব্যের দায় বিসিবি নেয় না। অনুমোদিত চ্যানেলের বাইরে দেওয়া বক্তব্য ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচিত হবে।
শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে বিসিবি বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও স্পষ্ট করে জানাচ্ছে- ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা বক্তব্য এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
বিবৃতিতে বলা হয়েছে, বোর্ড দ্ব্যর্থহীনভাবে অতীত ও বর্তমান সকল ক্রিকেটারদের প্রতি পূর্ণ সমর্থন এবং শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে, যারা নিষ্ঠা ও গর্বের সাথে দেশের প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে এবং তাদের অবদান এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
বিসিবি তার খেলোয়াড়দের স্বার্থ, মর্যাদা এবং কল্যাণ রক্ষা করতে এবং খেলার সকল স্তরে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে বিশ্বকাপ না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ কেন দিবো? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’
এমন কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ চাওয়ারও সুযোগ নেই বলে জানিয়েছেন এম নাজমুল। বলেছেন, ‘ এই বিষয়টা (ক্ষতিপূরণ) তুলতেই পারবে না। কারণ, আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটাও বৈজ্ঞানিক সিদ্ধান্ত আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাইলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। ফেরত দাও।’









