গত বছর ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে ছিল না উদ্বোধনী অনুষ্ঠান। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। বছর পেরিয়ে এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবার উদ্বোধনী অনুষ্ঠান থাকছে, তবে সেটি এক ম্যাচ পর।
টেক্সাসে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে মাঠের লড়াই।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে টেক্সাস থেকে ৩ হাজার ২০০ মাইলেরও বেশি দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। যেখানে স্থানীয় রোববার সময় সকাল সাড়ে ১০টায় নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ হয়ে যাওয়ার পর ক্যারিবীয়ানদের মাটিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় স্টেডিয়ামের গেট খুলবে। এর খানিক পরই শুরু হবে অনুষ্ঠান। টি-টুয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারের তালিকাভূক্ত টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা যাবে। খেলা ম্যাচ শুরুর আধাঘণ্টা আগ পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে কি কি আয়োজন থাকবে, সেটি সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ছবিতে একাধিক ডিজেকে দেখা গেছে। তাদের মধ্যে ডেভিড রাডার, রবি বি, এরফান আলভেস ও আল্ট্রা উল্লেখযোগ্য।









