টি-টুয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে নেমেছে দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডা। নবনীত ধালিওয়াল ও নিকোলাস কিরটনের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্যই দিয়েছে কানাডা। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে তারা।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচ দিয়ে পর্দা উঠেছে আসরের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে কানাডাকে দুর্দান্ত শুরু এনে দেন অ্যারন জনসন ও নবনীত ধালিওয়াল। দুজনে প্রথম ৩২ বলে বোর্ডে জমা করেন ৪৩ রান। জনসন ১৬ বলে ২৩ রান করে হারমীত সিংয়ের শিকার হলে ভাঙে জুটি।
দ্বিতীয় উইকেটে নেমে পারগাত সিং বেশিক্ষণ ক্রিকেট থাকতে পারেননি। দলীয় ৬৬ রানে ৫ রান করে রানআউটের ফাঁদে কাটা পড়েন।
তৃতীয় উইকেটে ধালিওয়াল ও নিকোলাস কিরটন ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ১২৮ রানে ধালিওয়ালকে ফিরিয়ে জুটি ভাঙেন কোরি অ্যান্ডারসন। তার আগে ধালিওয়াল ৪৪ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬১ রানের ইনিংস খেলেন। এবারের বিশ্বকাপে প্রথম অর্ধশতক।
চতুর্থ উইকেটে কিরটন উইকেটরক্ষক-ব্যাটার শ্রেয়াস মোভাকে সঙ্গে নিয়ে ৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১৫৯ রানে ব্যক্তিগত ৫১ রান করে আলী খানের শিকার হন। তার ইনিংস সাজানো ছিল ২ ছক্কা ও ৩ চারে।
প্রথমবারের মতো আইসিসির কোনো বড় ইভেন্ট যুক্তরাষ্ট্রের মাটিতে হচ্ছে। যদিও টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ ক্যারিবীয় অঞ্চলে হবে। ২০ দলের টুর্নামেন্টে গ্রুপপর্বের ১৬ ম্যাচ যুক্তরাষ্ট্রে গড়াবে। সুপার এইট পর্ব, সেমিফাইনাল এবং ফাইনালের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ। ২৯ জুন বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।









