চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে লড়বে দলগুলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:23 pm 01, June 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

সময়ের হিসাবে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্ব আসরের দুই ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সব দল পৌঁছে গেছে। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল নিয়ে বড় মঞ্চে অংশ নিচ্ছে ২০টি দেশ। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো শ্রেষ্ঠত্বের এই মুকুটের জন্য লড়বে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ সঙ্গী হিসেবে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে পাচ্ছে।

আবেগ ও স্বপ্নের মিশেলের বিশ্বকাপ শিরোপার লড়াই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সময় অনুসারে ২ জুন ভোরে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। ফাইনাল হবে ২৯ জুন।

বিশ্বকাপ উপলক্ষে সবার আগে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। সবশেষ দল ঘোষণা করে পাকিস্তান। এক নজরে দেখে নেয়া যাক, জমজমাট লড়াই জমানোর আগে সব দলের স্কোয়াড।

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র

<>ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট, সাঞ্জু স্যামসন, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ: শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আভেষ খান।

<>পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আয়ুব, ফখর জামান, ইফতেখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।

<>আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, রস অ্যাডাইর, অ্যান্ড্রু ব্যালবির্নে, কার্টিস ক্যাম্ফের, গ্যারেথ ডেলানে, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নেইল রক, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

<>কানাডা দল: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, ডিলন হেইলিজার, দিলপ্রীত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কালিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পারগাত সিং, রবীন্দরপাল সিং, রাইয়ানখান পাঠান, শ্রেয়াস মোভা।
রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভরধারাজন, আমের খালিদ, যতীন্দর মাথারু, পারভীন কুমার।

<>যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্দ্রিয়েস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমীত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শাল্কউইক, স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর।
রিজার্ভ: গজানন্দ সিং, জুয়ানয় ড্রিসডেল, ইয়াসির মোহাম্মদ।

গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান

<>ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিচি টপলে, মার্ক উড।

<>অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
রিজার্ভ: জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাট শর্ট।

<>নামিবিয়া দল: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, মাইকেল ফন লিনজেন, ডিলান লিচের, রুবেন ট্রাম্পেলমান, জ্যাক ব্রাসেল, বেন শিকঙ্গো, তাঙ্গেনি লুঙ্গামেনি, নিকো ডেভিন, জেজে স্মিট, ইয়ান ফ্রেইলিংক, জেপি কোটজে, ডেভিড ওয়াইজ, বের্নার্ড স্কোল্টজ, মালান ক্রুগের, পিডি ব্লিগনাট।

<>স্কটল্যান্ড দল: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, ব্র্যাড কুরি, ক্রিস গ্রিভস, অলি হেয়ারস, জ্যাক জার্ভিস, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মুন্সে, সাফইয়ান শারিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল

<>ওমান দল: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভেল, আয়ান খান, শোয়াইব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিউল্লাহ, কালিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ, খালিদ কাইল।

রিজার্ভ: যতীন্দর সিং, সময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ, জয় ওদেদ্রা।

গ্রুপ ‘সি’: ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা

<>ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলঝারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

<>আফগানিস্তান দল: রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়াল খারোতি, মুজিব উর রহমান, নূর আহমাদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকী, ফারিদ আহমাদ মালিক।
রিজার্ভ: সেদিক আটাল, হযরতউল্লাহ জাজাই, সালেম সাফি।

<>নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
রিজার্ভ: বেন সিয়ার্স।

<>পাপুয়া নিউগিনি দল: আসাদুল্লাহ ভালা (অধিনায়ক), আলেই নাও, চাদ সোপার, সিজে আমিনি, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপলিং ডোরিগা, লেগা সাকা, নরম্যান ভানুয়া, সিমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।

<>উগান্ডা দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজত আলি শাহ, কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক নসুবুগা, রনক প্যাটেল, রজার মুকাসা, কসমাস কিয়েউতা, বিলাল হাসান, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুয়া, সিমন সেসাজি, হেনরি সেনিওন্ডো, জুম্মা মিয়াজি, আলপেশ রামজানি।

গ্রুপ ‘ডি’: বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল

<>বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

<>সাউথ আফ্রিকা দল: এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নর্টজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস।

<>শ্রীলঙ্কা দল: ভানিডু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আশালাঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকশানা, দুনিথ ওয়েল্লাগে, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা ও দিলশান মাদুশাঙ্কা।
রিজার্ভ: আসিথা ফের্নান্দো, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানেগে ও বিজয়কান্ত।

<>নেদারল্যান্ডস দল: আরিয়ান দত্ত, বাস ডে লেডে, লোগান ফন বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রমজিৎ সিং, ভিভিয়ান কিংমা, ওয়েসলি বারেসি।
ট্রাভেলিং রিজার্ভ: কাইল ক্লেইন।

<>নেপাল দল: রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, লোলিত রাজবংশী, কারাণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সন্দীপ জোরা, অভিনাশ বোহরা, সাগর ধাকাল, কামাল সিং আইরি।

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪আফগানিস্তান২৪ইংল্যান্ড২৪ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪পাকিস্তান২৪বাংলাদেশ২৪ভারত২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কা২৪সাউথ আফ্রিকা২৪স্কোয়াড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশজুড়ে চলছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

পরবর্তী

ডায়াবেটিসের চিকিৎসা আবিষ্কারের দাবি চীনের

পরবর্তী

ডায়াবেটিসের চিকিৎসা আবিষ্কারের দাবি চীনের

উজানের ঢলে প্লাবিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চল

সর্বশেষ

র‌্যাব কর্মকর্তা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবেঃ র‌্যাব মহাপরিচালক

January 21, 2026

প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

January 21, 2026

আন্তর্জাতিক ‘গ্যাংস্টারের’ মত আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট

January 21, 2026

নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার

January 20, 2026
সিরিয়াল কিলার সম্রাট। ছবি: সংগৃহীত

সিরিয়াল কিলার সম্রাটের ৬ খুনের স্বীকারোক্তি

January 20, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version