টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল সাউথ আফ্রিকা। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম আগে বল করার কথা জানান। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার ঘোষণা দেন প্রোটিয়া অধিনায়ক।
নেদারল্যান্ডসও প্রথম ম্যাচে নেপালের বিপক্ষের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস এমন জানিয়েছেন। খেলা শুরু হতে রাত সাড়ে আটটায়।
সাউথ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নর্টজে, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস।
নেদারল্যান্ডস একাদশ:
বাস ডে লেডে, লোগান ফন বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রমজিৎ সিং, ভিভিয়ান কিংমা।









