‘কেনো পারছি না, এটা তো বলা মুশকিল। আমার মনে হয় সবার সামর্থ্য আছে। সবাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রমাণ করে দেখিয়েছে। কিন্তু কেনো হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। সবাইকে ওই স্বাধীনতাটা দেয়া আছে, যে যার স্বাভাবিক খেলার চেষ্টা করবে। তবে যেকোনো কারণেই হোক হচ্ছে না।’
টি-টুয়েন্টি বিশ্বকাপে টপঅর্ডার ব্যাটারদের লাগাতার ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে এমন অসহায় উত্তরই দিলেন নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় হারের পর ব্যাটিং ব্যর্থতা দুদলের পার্থক্য গড়ে দিয়েছে বলেও স্বীকার করছেন বাংলাদেশ অধিনায়ক।
অ্যান্টিগার নর্থ সাউন্ড মাঠে ফ্ল্যাট উইকেট থাকায় চলতি আসরের ম্যাচগুলোতে রানের দেখা মিলছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টাইগাররা কিংসটাউনে খেলেছিল। সেখানকার তুলনায় কন্ডিশন ভিন্ন ছিল। শান্ত বললেন আরও ভালো সংগ্রহ গড়া দরকার ছিল।
‘কন্ডিশন একেবারেই ভিন্ন ছিল। কারণ গত ম্যাচে এখানকার থেকে অনেকবেশি স্পিন এবং সিম ধরেছিল। তবে আজকে ফ্ল্যাট উইকেট ছিল। ব্যাট করার জন্য ভালো উইকেট ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। সম্ভবত আমাদের ১৬০-১৭০ রানের লক্ষ্য দেয়া উচিত ছিল।’
‘খেলোয়াড় হিসেবে আমাদের সবধরনের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া উচিত। আমরা নতুন বলে বিশেষভাবে পাওয়ার প্লে কাজে লাগাতে পারিনি। শেষের ৫-৬ ওভার ঠিকঠাক ফিনিশিং হয়নি। আমরা অনেক উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমরা যদি শেষটা ভালো করতাম, সেক্ষেত্রে হয়তো স্কোরটা ১৬০-১৭০ হতে পারতো।’
ক্রিকেটারদের চাপমুক্ত রাখার চেষ্টায় ছিলেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ম্যাচের আগে বলেছিলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হল, প্রথমত এখানে আসতে পেরে আমরা খুশি। আর এখান থেকে যা কিছু পাবো, সেট আমাদের জন্য এখন বোনাস। সেজন্য আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকেই যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব। আমরা স্বাধীনতা নিয়ে খেলব। তিনটা দলকেই শক্ত চ্যালেঞ্জ দিয়ে সেরাটা বের করার চেষ্টা করব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপমুক্ত থেকে ভালো ফলের দারুণ সুযোগ হারিয়েছে টিম টাইগার্স। সামনে ভারতের মতো কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। আফগানিস্তানও টি-টুয়েন্টি ফরম্যাটে ভয়ানক হয়ে উঠতে পারে। পরের দুই ম্যাচ নিয়ে অবশ্য ইতিবাচক ভাবনার মাঝে থাকছেন শান্ত। যদিও ব্যাটিং ব্যর্থতা বোলারদের কাজটা কঠিন করে দিচ্ছে, মেনে নিচ্ছেন।
‘দুইটা ম্যাচ অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে পাওয়ার অনেককিছু আছে। কারণ দুইটা ম্যাচ যদি জিততে পারি, অবশ্যই আরও ভালো অবস্থানে যেতে পারবো। প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য খেলবো।’
‘স্বাধীনতা নিয়ে খেলার কথা সবাইকেই বলা আছে। ম্যাচে সবাই যে যার পরিকল্পনা মতো খেলার চেষ্টা করছে। তবে কেন হচ্ছে না, আমার ব্যক্তিগতভাবে জানা নেই। এভাবে যদি খেলি সেটা বোলারদের জন্য অবশ্যই কঠিন।’









