ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেশ সুবিধাজনক অবস্থায় ছিল স্কটল্যান্ড। শেষপর্যন্ত ম্যাচ পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। নামিবিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম জয় তাদের। আগে তিনবার মুখোমুখি হয়েছিল তারা।
ব্রিজটাউনে শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। প্রথম ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়ে দেয়া নামিবিয়া নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তোলে। জবাবে ৯ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে স্কটল্যান্ড। জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্কটিশবাহিনী।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ওপেনার জ্যাক জার্ভিসকে (৭) হারায় স্কটল্যান্ড। মাইকেল জোন্স ও ব্র্যান্ডন ম্যাকমুলেন মিলে ২২ বলে ২৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। ২০ বলে ২৬ রান করে জোন্স আউট হন।
কিছুক্ষণের মধ্যে বিদায় নেন ম্যাকমুলেনও। তার ব্যাট থেকে আসে ১৭ বলে ১৯ রান। অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৪২ বলে ৭৪ রানের জুটি করে লিস্ক যখন আউট হন, জয় থেকে কেবল ৯ রান দূরে স্কটল্যান্ড। বাকি কাজটুকু অনায়াসে শেষ করেন বেরিংটন।
১৭ বলে ৩৫ রান এবং ১৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লিস্ক। অধিনায়ক বেরিংটন ৩৫ বলে খেলেন ৪৭ রানের অপরাজিত ইনিংস।
নামিবিয়ার বোলারদের মধ্যে জেরার্ড এরাসমাস ২৯ রানে নেন দুটি উইকেট। রুবেন ট্রাম্পেলম্যান, তানজেনি লুঙ্গামেনি একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন তিনি। জেন গ্রিন ২৭ বলে ২৮ রান করে দলের স্কোর দেড়শো ছাড়িয়ে যেতে ভূমিকা রাখেন।
স্কটিশ বোলারদের মধ্যে ব্র্যাড হুইল ৩৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন ব্র্যাড কুরি।









