ঘরের মাঠে কানাডার বিপক্ষে জয়ের পর সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন স্বাগতিক যুক্তরাষ্ট্র। আইসিসি র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা বাবার আজমদের হারালেও খানিক আক্ষেপ যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের। শুরু থেকে নিয়ন্ত্রণে থাকা ম্যাচটি নির্ধারিত ওভারের মধ্যেই জেতা উচিৎ ছিল বলেই তিনি মনে করছেন।
ম্যাচ শেষে ৩১ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আমি যখন আউট হয়েছিলাম তখনও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। ম্যাচটি নির্ধারিত ওভারের মধ্যেই আমাদের শেষ করা উচিৎ ছিল। সুপার ওভার পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক হয়নি। তবে ম্যাচের শেষ দিকে আমরা স্নায়ুচাপ ধরে রেখেছিলাম। বিশেষ করে সুপার ওভারে, যা আমাদের ১৮ রানের পুঁজি পেতে বড় ভূমিকা রেখেছে।’
‘টস জিতে প্রথমে বোলিংয়ের পরিকল্পনা ছিল। আমরা জানতাম, উইকেট পেস বোলারদের সাহায্য করবে। যে কারণে আমরা তাদের কিছুটা চাপে রাখতে পেরেছিলাম। পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলাম, যা আমাদের দারুণভাবে সহায়তা করে। তবে হ্যাঁ, আগে থেকেই আমার মনে হয়েছিল এমন উইকেটে ১৬০ রান আসতে পারে। আমার মনে হয়, পুরো ম্যাচই আমাদের নিয়ন্ত্রণে ছিল।’
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান তোলে বাবর আজমের দল। জবাবে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩ উইকেটে ১৫৯ রান ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। স্কোর টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে এক উইকেটে ১৮ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তান এক উইকেটে ১৩ রানে থামে।









