ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে হটফেভারিট নিউজিল্যান্ড। ব্যর্থতার অভিযান শেষে নিউজিল্যান্ডের ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে এসেছেন কেন উইলিয়ামসন। সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথাও জানিয়েছেন টপঅর্ডার ব্যাটার।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি) বুধবার বিবৃতিতে এ খবর জানিয়েছে। অধিনায়কত্ব ও কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও আন্তর্জাতিক ক্রিকেটে আরও লম্বা সময় খেলার ইচ্ছার কথা জানিয়েছেন ৩৩ বর্ষী উইলিয়ামসন।
পরিবারকে সময় দিতে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আগামী মৌসুমে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকবেন উইলিয়ামসন। বিজ্ঞপ্তিতে উইলিয়ামসন বলেছেন, ‘সব সংস্করণে দলকে সামনে এগিয়ে নিতে ও অবদান রাখতে আমি অনেক আগ্রহী। তবে নিউজিল্যান্ডের এই গ্রীষ্মে বাইরের সুযোগগুলো আমি নিতে চাই, এর মানে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি আমি গ্রহণ করতে পারছি না।’
এর আগে ২০২২ সালে লাল বলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন উইলিয়ামসন। তখন টেস্ট ক্রিকেটে কিউইদের নেতৃত্বভার দেয়া হয় টিম সাউদিকে।









