নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের রাস্তা পরিষ্কারের সুবর্ণ সুযোগ নষ্ট করেছে পাকিস্তান। টিম ইন্ডিয়াকে মাত্র ১১৯ রানে অলআউট করে দিয়েও বাবর আজমের দল সুবিধা নিতে ব্যর্থ হয়। সহজ জয় হাতছাড়া হওয়ায় বেজায় চটেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, ব্যাটিংয়ে খারাপ করে প্রতিপক্ষ পাকিস্তানের উপকার করলেও তা কাজে লাগানো যায়নি।
জাসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে পাকিস্তান পুরো ২০ ওভার খেললেও ৬ উইকেটে ১১৩ রানে আটকে যায়। ম্যাচ বিশ্লেষণে রমিজ রাজা সহজ লক্ষ্য তাড়া করতে না পারায় হতাশা প্রকাশ করেন।
‘ভারত খারাপ খেলে তাদের একটা উপকার করেছিল। আসল কারণ তারা ব্যক্তি কেন্দ্রিক খেলাটাই খেলছিল। অন্যথায় ভারত সহজেই ১৪০-১৫০ রানে পৌঁছে যেত, যা পাকিস্তানের নাগালের বাইরে থাকত। কিন্তু ব্যাটারদের ত্রুটিপূর্ণ শট খেলা এবং কিছু ভালো বোলিংয়ের কারণে পাকিস্তান খেলায় ছিল।’
একপর্যায়ে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৬ বলে ৪০ রান। সহজ সমীকরণ ও ম্যাচের লাগাম নিজেদের দিকে থাকার পরও জিততে না পারার সমালোচনা করেন রমিজ। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দেয়ায় দুষছেন।
বুমরাহর ইনসুইং বলে পুল করতে গিয়ে বোল্ড হন ৪৪ বলে ৩১ রানের ইনিংস খেলা ওপেনার রিজওয়ান। এমন শট তার খেলারই দরকার ছিল না, রমিজ মনে করেন।
‘রিজওয়ানই ছিলেন পাকিস্তানের হয়ে দাঁড়িয়ে থাকা শেষ ব্যক্তি। একটা ব্যাপার আমাকে হতাশ করেছে। আপনি কঠিন পিচে ১২০ রান তাড়া করছেন। তাও আবার ভারতের মতো ভালো বোলিং আক্রমণের বিপক্ষে। তখন প্রয়োজন ছিল শুধুমাত্র একটি মজবুত জুটি। ওভারে চার ছক্কা মেরে বীরত্ব দেখানোর দরকার ছিল না। কেন আপনি ম্যাচ ফসকে যেতে দিলেন? মানসিকতার সঙ্গে বিষয়টা সম্পর্কিত।’
যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর কানাডার সঙ্গে জিতেছে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের জিতলেই হবে না। অন্যান্য ম্যাচের দল ও রানরেটের দিকেও তাকিয়ে থাকতে হবে।









