টি-টুয়েন্টি বিশ্বকাপে গতকাল যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পরই নির্ধারিত হয়ে যায় ‘এ’ গ্রুপের ভাগ্য। আগেই সুপার এইট নিশ্চিত করা ভারতের সঙ্গে উঠে যায় যুক্তরাষ্ট্র, বাদ পড়ে পাকিস্তান। তাতে ভারত ও কানাডার ম্যাচটি হয়ে দাঁড়ায় নিয়মরক্ষার। কোন বল গড়ানোর আগেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।
যুক্তরাষ্ট্রের লডারহিলে শনিবার বাংলাদেশ সময় সাড়ে ৮টায় মুখোমুখি হওয়ার কথা ছিল দুদলের। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শেষপর্যন্ত পরিত্যক্ত হয়েছে। তাতে একটি করে পয়েন্ট ভাগভাগি করে নিয়েছে ভারত ও কানাডা।
পয়েন্ট টেবিল অনুযায়ী, গ্রুপ এ-তে চার ম্যাচের সবকটি খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ভারত। অন্যদিকে সবম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র পৌঁছে গেছে সেরা আটে।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দুই দলের জন্য ম্যাচটি নিয়মরক্ষার। কারণ, যুক্তরাষ্ট্র- আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়।









