দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দিয়েছিল। টস গড়াতে দেরি হয়েছে কিছুটা। পরে ফাইনালে ওঠার মহারণে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
গায়ানা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি নামে সেখানে। টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও পরে আরও কয়েকদফা ঝরে। অবশেষে খেলা গড়াচ্ছে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।
দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত সময়ে খেলা শুরু না হলে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের জন্য কোনো ওভার কমানো হবে না। নিয়ম অনুযায়ী ১ ঘণ্টা ১৫ মিনিট সময় নষ্ট হলেও ওভার কমানো হয়নি।
সেমির মহারণে কোনো পরিবর্তন আনেনি ভারত। অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ নিয়ে নেমেছে রোহিত শর্মার দল। ইংল্যান্ডের একাদশেও আনা হয়নি পরিবর্তন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব।
ইংল্যান্ড একাদশ: জশ বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, রিচি টপলে।









