টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাধা হয়ে দাঁড়িয়েছে গায়ানার আবহাওয়া। কয়েকদফা বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু হলেও বেশিদূর গড়ায়নি। ফের বেরসিক বৃষ্টির হানায় ৮ ওভারে থেমে গেছে মাঠের লড়াই।
ফাইনালে ওঠার মহারণে ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দিয়েছিল। টস গড়াতে দেরি হয় কিছুটা। পরে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে খেলা গড়ায় মাঠে। ৮ ওভার পর মুষলধারে বৃষ্টি নামে। বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি নামার আগে ২ উইকেটে ৬৫ রান তুলেছে ভারত। ব্যর্থ হয়ে ফিরে গেছেন বিরাট কোহলি ও রিশভ পান্ট। সূর্যকুমার যাদবকে সঙ্গী করে সংগ্রহ বাড়াচ্ছেন রোহিত শর্মা।
ছয়টি চারে ২৬ বলে ৩৭ রান করেছেন রোহিত। ৭ বলে ১৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন সূর্যকুমার। কোহলি ৯ বলে ৯ রানে এবং পান্ট ৬ বলে ৪ রান করে ফিরে যান।
গায়ানা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি নামে সেখানে। টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও পরে আরও কয়েকদফা ঝরে। পরে খেলা গড়ায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।
দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ, খেলায় ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের জন্য কোনো ওভার কমানো হবে না। নিয়ম অনুযায়ী ১ ঘণ্টা ১৫ মিনিট সময় নষ্ট হলেও ওভার কমানো হয়নি।









