কুইন্টন ডি কক ঝড়ে যুক্তরাষ্ট্রের সামনে দুইশ লাগোয়া লক্ষ্য দাঁড় করেছিল সাউথ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়ায় নেমে সহজে হার মানেনি সহ-আয়োজক দেশটি। অ্যান্দ্রিয়েস গাউসের অপরাজিত ৮০ রানের ইনিংসে শেষঅবধি লড়াই করেছে। তবে ১৮ রানের হার দেখতে হয়েছে মোনাঙ্ক প্যাটেলদের।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে এইডেন মার্করামের দল। জবাবে নেমে ৬ উইকেটে ১৭৬ রানে থামে যুক্তরাষ্ট্র।
রানতাড়ায় নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে আসে ৩৩ রান। ওপেনার স্টিভেন টেইলর ফিরে যান ১৪ বলে ১৪ রান করে। অ্যান্দ্রিয়েস গাউস একপ্রান্ত আগলে রেখে রান তুললেও অন্যপ্রান্তে আরও চার ব্যাটার হারায় দলটি। হারমীত সিংকে নিয়ে ৪৩ বলে ৯১ রানের জুটি গেড়েন গাউস। ষষ্ঠ উইকেট জুটিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আগে হারমীত সিং ও কোরি অ্যান্ডারসন করেছিলেন ৬২ রান।
জয়ের আশা থাকলেও ১৮.১ ওভারে দলীয় ১৬৭ রানে হারমীত ফিরে গেলে তা ধূসর হয়ে যায় যুক্তরাষ্ট্রের। দুই চার ও তিন ছক্কায় ২২ বলে ৩৮ রান করেন হারমীত। পরে যশদীপ সিংকে নিয়ে ১৭৬ রানে থামেন গাউস। পাচঁটি করে চার ও ছক্কায় ৪৭ বলে ৮০ রান করেন ওপেনার।
প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা তিনটি উইকেট নেন।
আগে ব্যাটে নেমে প্রথম ওভার দেখেশুনে পার করেন ডি কক ও রেজা হেনড্রিক্স। ৩ রান আসে ওভার থেকে। দ্বিতীয় ওভারে মারমুখী হন তারা। হেনড্রিক্সের এক ছক্কায় সেই ওভারে আসে ১০ রান। তৃতীয় ওভারের চতুর্থ বলে টপএজ হয়ে কোরি অ্যান্ডাসনের হাতে ধরা পড়েন হেনড্রিক্স।
চতুর্থ ওভারে যশদীপ সিংয়ের উপর তাণ্ডব চালান ডি কক। দুটি চার ও তিন ছক্কায় ২৮ রান আদায় করেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। এরপর ঝড়ো ব্যাটিংয়ে রান তোলায় ধারাবাহিকতা বজায় রেখে নবম ওভারে ফিফটি পূর্ণ করেন। ২৬ বলে ৫০, ফিফটি পূর্ণ করার পথে ছিল চারটি করে চার ও ছক্কার মার।
১২.২ ওভারে ডি কক ফিরে যান হারমীত সিংয়ের শিকার হয়ে। ৭টি চার ও ৫টি ছক্কায় ৪০ বলে ৭৪ রান করে যান। পরের বলে গোল্ডেন ডাক হাঁকান ডেভিড মিলার।
১৪.৬ ওভারে মার্করামকে ফেরান সৌরভ নেথ্রালভাকার। চারটি চার ও এক ছক্কায় ৩২ বলে ৪৬ রান করেন প্রোটিয়া অধিনায়ক। শেষদিকে হেইনরিখ ক্লাসেন ও ত্রিস্তান স্টাবস ঝড় তুলে ইনিংস শেষ করেন। ক্লাসেন তিন ছক্কায় ২২ বলে ৩৬ রানে এবং দুই চারে স্টাবস ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
যুক্তরাষ্ট্রের হয়ে সৌরভ নেথ্রালভাকার ও হারমীত সিং দুটি করে উইকেট নেন।









