ওমানের পর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথ প্রায় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শদের সামনে এবার পুঁচকে নামিবিয়া। হেসে-খেলে সহজে জয় তুলে পরের রাউন্ডে পা রাখার সুযোগ অজিদের। কিন্তু নামিবিয়ার চিন্তায় ভিন্ন কিছু, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলোর বিপক্ষে ভালো খেলতে মুখিয়ে আছে আফ্রিকার দলটি।
নামিবিয়ার পেসার বের্নার্ড স্কোল্টজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া সম্পর্কে বলেছেন, ‘আমার মনে হয় প্রায় সকলেই দীর্ঘ সময় ধরে শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে। পূর্ববর্তী দুই আসরের চ্যাম্পিয়ন তারা। এ দুই ম্যাচে অবশ্যই খেলতে চাইবেন এবং নিজেকে চিনতে পারবেন সেখানে।’
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য ভিন্ন কথা বলেছেন। তার মতে, দলটি খুব বেশিদূরে আপাতত তাকাচ্ছে না। তারা সেরা একাদশ নিয়ে খেলতে চায়। এ ম্যাচের জন্য অন্যান্য খেলোয়াড়দের ঝালিয়ে নিতে চান না তিনি। তবে সেই সুযোগটি আসবে স্কটল্যান্ডের বিপক্ষে যেটাতে তাদের সুপার এইটের বিষয়টি নিশ্চিত হবে।
আগামীকাল সকাল সাড়ে ছয়টায় নামিবিয়া-অস্ট্রেলিয়ার ম্যাচ হবে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ। এ-গ্রুপে বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে অজিবাহিনী।









