টি-টুয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে আছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও নেপালের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলেই পরের রাউন্ডে খেলবে টিম টাইগার্স। হারলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজদের। দেখে নেয়া যাক ভোরে কেমন হতে পারে ম্যাচের একাদশ।
সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচে জয় পেলে নির্বিঘ্নে সুপার এইটে পা রাখবে টিম টাইগার্স। হেরে গেলে পানির মতো সহজ হবে না পরের রাউন্ডে ওঠা। যদিও নেপালের সুযোগ থাকবে না সুপার এইটে যাওয়ার। রানরেটে অনেকবেশি পিছিয়ে তারা।
ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিমের শেষ দশ ম্যাচে রয়েছে দুই ফিফটি। বিশ্বকাপেও অন্য টপঅর্ডার ব্যাটারদের চেয়ে খারাপ করছেন না তামিম। প্রথম দুই ম্যাচে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে না পারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। নেপাল ম্যাচে তাকে বিশ্রামে রেখে একাদশে সৌম্য সরকার আনতে পারেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সুপার এইটের আগে ফর্মে ফেরানোর সুযোগ দিতে সৌম্যকে একাদশে নেয়ার মূল লক্ষ্য হতে পারে।
চলতি বিশ্বকাপে নিজের ৪ ওভারের বোলিং কোটা পূরণ করতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদকে বোলিংয়ে আনছেন টাইগার অধিনায়ক। জাকের আলি অনিকের পরিবর্তে সুপার এইটের আগে ঝালিয়ে নিতে স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেখা যেতে পারে একাদশে।
এদিকে চোটজনিত সমস্যা বা ধকল এড়াতে পেসার ও সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে অথবা ছন্দে থাকা মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হতে পারে। সেক্ষেত্রে চোট থেকে পুরোপুরি সেরে উঠলে শরিফুল ইসলামের উপর ভরসা রাখতে পারেন হাথুরু। তবে নেপালের বিপক্ষে ম্যাচের গুরুত্ব বিবেচনায় ডাচদের বিপক্ষে খেলানো পেসার কম্বিনেশনই ধরে রাখার সম্ভাবনাও প্রবল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক)/শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।









