অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শনিবার বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। তবে এই ম্যাচে দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশের শতকরা ৪১ ভাগ মেঘে আবৃত থাকতে পারে। ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। খেলার পুরোটা সময় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বারবার বৃষ্টির বাধার সম্মুখীন হতে পারে দুদলের লড়াই।
দুই অধিনায়কের টসের সময় বাংলাদেশ সময় রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা শতকরা ৪৬ ভাগ। এক ঘণ্টা পর সেই সম্ভাবনা বেড়ে শতকরা ৫১ ভাগে গিয়ে ঠেকবে। রাত ১০টায় তা কমে ৪৭ শতাংশে দাঁড়াবে। রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত সেই সম্ভাবনা ৩২ শতাংশে নেমে আসবে।
নিয়ম অনুযায়ী টি-টুয়েন্টি ম্যাচের ফল বের করতে হলে দুদলকে কমপক্ষে পাঁচ ওভার ব্যাট করতে হবে। এক্ষেত্রে বৃষ্টি আইনে বেরোবে ম্যাচের ফল। খেলার পুরোটা সময় বৃষ্টির আনাগোনার শঙ্কা থাকায় পুরো ২০ ওভারের খেলা নাও হতে পারে। এমনকি বারবার খেলা বাধার সম্মুখীনে দুদলের ভেতর হতে পারে পয়েন্ট ভাগাভাগি।









