জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় সাইড স্ট্রেইনে চোট পান তাসকিন আহমেদ। চোটের কারণে শেষ ম্যাচে খেলা হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা জেগেছে টাইগার পেসারের। অবশ্য তাসকিনকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে বাংলাদেশ, করা হয়েছে সহ-অধিনায়ক। যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেয়ার অপেক্ষায় থাকা টিম টাইগার্স দলে জায়গা হয়নি পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের।
আগামী ১ জুন থেকে ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। বিশ্বকাপ মিশনে যথারীতি নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১ তারিখ গড়াবে প্রথম ম্যাচ। ২৩ ও ২৫মে গড়াবে শেষ দুটি। সবগুলো ম্যাচই প্রেইরি ভিউতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তাসকিনের পাশাপাশি সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন। ৯.৩১ ইকোনমিতে ১৪৯ রান দিয়ে ছিলেন টাইগারদের সবচেয়ে খরুচে বোলারও। দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা পেস-অলরাউন্ডারের যাওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্রে।
প্রথমবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তানভীর ইসলাম। এ পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে ২ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিন তারকা।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক হওয়া তানজিদ তামিম ব্যাটে দারুণ করেছেন। সিরিজে সর্বোচ্চ রান করা ওপেনার আছেন বিশ্বকাপ দলে। ফর্মহীনতায় থাকা লিটন দাসও টিকে গেছেন। ওপেনিংয়ে সৌম্য সরকারের উপরও ভরসা রেখেছেন নির্বাচকরা। টপঅর্ডারের তরুণ ভরসা তাওহীদ হৃদয়ের পাশাপাশি ব্যাটে বিশ্বকাপ মাতাতে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিককে।
পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, তাসকিন ও শরিফুল ইসলামের পাশাপাশি রয়েছেন তানজিম হাসান সাকিব। স্পিনে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আছেন অফস্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, তানভীর ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশের বিশ্বকাপ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
ট্রাভেলিং রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।
প্রধান কোচ: চণ্ডিকা হাথুরুসিংহে।









