আগামী জুনে গড়াতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে হতে চলা আসরটির গ্রুপিং এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমে এসেছে, বিশ্বকাপে অংশ নিতে চলা দলগুলোকে তাদের গ্রুপ জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আসরে ‘ডি’ গ্রুপে থাকছে বাংলাদেশ।
বিশ্বকাপের আসন্ন আসরটিতে প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল। পাঁচটি করে দল রেখে দলগুলোকে ভাগ করা হয়েছে চার গ্রুপে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার এইট পর্বে। ইংলিশ সংবাদমাধ্যমটির দাবি, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে দ্রুতই এ গ্রুপিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে আইসিসি।
‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ‘এ’ গ্রুপে স্থান পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের গ্রুপে আছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। আসরের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা।
‘এ’ গ্রুপের সব খেলা হবে যুক্তরাষ্ট্রে, ‘বি’ ও ‘সি’ গ্রুপের সব খেলা ওয়েস্ট ইন্ডিজে। তবে বাংলাদেশের গ্রুপের (‘ডি’ গ্রুপ) খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে।
যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক সাউথ এশিয়ান প্রবাসীদের কথা মাথায় রেখে এশিয়া থেকে যোগ্যতা অর্জনকারী সাতটি দলের পাঁচটিটিই খেলবে যুক্তরাষ্ট্রে। রাজনৈতিক সংবদেনশীলতা ও ভিসা জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের কোনো ম্যাচ থাকবে না।
প্রথম রাউন্ডের গ্রুপ প্রকাশের দিন সুপার এইট পর্বের দুটি সম্ভাব্য গ্রুপও প্রকাশ করা হবে। সম্ভাব্য গ্রুপ অনুযায়ী ৮টি দল সুপার এইটে উঠতে পারলে তাদের গ্রুপ জানতে পারবে আগে থেকেই।
‘এ’ গ্রুপ থেকে ‘এ-১’ হিসেবে সুপার এইটের গ্রুপ ‘এক’য়ে যাবে ভারত। ‘বি’ গ্রুপ থেকে ‘বি-১’ হিসেবে গ্রুপ ‘দুই’য়ে যাবে ইংল্যান্ড। তারা গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ালিফাই করলেও পূর্ব নির্ধারিত গ্রুপে খেলবে।
সেই অনুযায়ী, সুপার এইটে এক নম্বর গ্রুপে থাকবে ‘এ-১’ ভারত, ‘বি-২’ অস্ট্রেলিয়া, ‘সি-১’ নিউজিল্যান্ড ও ‘ডি-২’ শ্রীলঙ্কা। এই গ্রুপের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে। দুই নম্বর গ্রুপে থাকবে ‘এ-২’ পাকিস্তান, ‘বি-১’ ইংল্যান্ড, ‘সি-২’ ওয়েস্ট ইন্ডিজ ও ‘ডি-১’ সাউথ আফ্রিকা। এই গ্রুপের খেলা হবে ক্যারিবিয়ান অঞ্চলে।
আগে থেকে নির্ধারিত দলগুলোর কোনটি বাদ পড়লে তার জায়গায় ওই গ্রুপের কোয়ালিফাই করা অন্যদলটি যাবে সুপার এইট পর্বে। যেমন, গ্রুপ ‘ডি’ থেকে সাউথ আফ্রিকার পরিবর্তে বাংলাদেশ কোয়ালিফাই করলে ‘ডি-১’ হিসেবে গ্রুপ ‘দুই’য়ে যাবে বাংলাদেশ। আর শ্রীলঙ্কার পরিবর্তে কোয়ালিফাই করলে ‘ডি-২’ হিসেবে যাবে গ্রুপ ‘এক’য়ে।
মূলত দর্শকরা যেন আগে থেকেই পরিকল্পনা সাজাতে পারেন, সেজন্যই সুপার এইট পর্বের একটা সম্ভাব্য চিত্র আগে থেকে তুলে ধরা হবে।







