অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটে নেমে রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের হাফ-সেঞ্চুরিতে শুরুটা দারুণ করে আফগানিস্তান। শতরান ছাড়ানো ওপেনিং জুটি আসলেও শেষপর্যন্ত সংগ্রহ বড় করতে পারেনি আফগান দলটি।
সেন্ট ভিনসেন্টে রোববার সকালে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় রশিদ খানের দল। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১৪৯ রানের।
ব্যাটে নেমে শুরুটা দারুণ করে আফগানিস্তান। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৪০ রান। ১১৮ রানে মার্কাস স্টয়নিসের বলে ক্যাচ দেন গুরবাজ, ওপেনিং জুটি ভাঙে। ৪টি করে চার ও ছক্কার মারে ৪৯ বলে ৬০ রান করে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার।
এরপর বেশি সময় টিকে থাকতে পারেননি জাদরান। ৬টি চারে ৪৮ বলে ৫১ রান করে অ্যাডাম জাম্পার বলে সাজঘরের পথ ধরেন। বাকিদের কেউই আর তেমন কোনো রান তুলতে না পারলে শেষপর্যন্ত দেড়শর কাছে থামে আফগানিস্তান।
অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স তিনটি ও অ্যাডাম জাম্পা নেন দুইটি উইকেট।









