চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ওমানের বিপক্ষে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ব্রিজটাউনে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। জবাবে ১২৫ রানে থামে ওমানের ইনিংস, ৩৯ রানের জয় তুলে নেয় মিচেল মার্শের দল।
অস্ট্রেলিয়ার সহজ জয়ে নতুন এক রেকর্ড সঙ্গী করেছেন বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। এ ম্যাচে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন ৩৭ বর্ষী তারকা। ইনিংসটি খেলে টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন।
ওয়ার্নার রেকর্ডের পথে খেলেছেন ১০৪ ম্যাচ। এ ম্যাচের আগে তার রান ছিল ৩,০৯৯ রান। ৫৬ রানের ইনিংসটি খেলে ছাড়িয়ে গেছেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চকে।
এরআগে টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রানের মালিক ছিলেন ডানহাতি ওপেনার ফিঞ্চ। ১০৩ ম্যাচে তার রান ছিল ৩,১২০। এক ম্যাচ বেশি খেলে সেই মাইলফলক টপকে গেলেন ওয়ার্নার।
টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে এক জয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এক জয় নিয়ে গ্রুপের দুইয়ে আছে নামিবিয়া।








