উদ্বোধনী জুটিতে ১০৩ রানের জুটি আফগানিস্তান পেলেও রানের গতি ছিল মন্থর। দলটি যখন প্রথম উইকেট হারায়, তখন ১৪.৩ ওভার গড়িয়ে যায়। পরে অবশ্য রানের চাকা সচল হওয়ায় নিউজিল্যান্ডকে ১৬০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে সক্ষম হয় আফগানরা।
গায়ানার প্রভিডেন্সে শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের দলীয় সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান। ওপেনিং ব্যাটার রাহমানউল্লাহ গুরবাজের ব্যাটে আসে সর্বাধিক ৮০ রান।
ইব্রাহিম জাদরানকে নিয়ে উদ্বোধনী জুটিতে শতাধিক রান স্কোরবোর্ডে তোলেন গুরবাজ। ম্যাট হেনরি হানেন প্রথম আঘাত। ৪১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে থামে জাদরানের ইনিংস।
তিনে নামা আজমতউল্লাহ ওমরজাই ১৩ বলে এক চার ও ২ ছক্কায় ২২ রান করে রানের গতি বাড়ান। হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে তিনি সাজঘরে ফেরেন।
এরপর খুব দ্রুতই আফগানরা বাকি চার উইকেট হারায়। অভিজ্ঞ মোহাম্মদ নবি রানের খাতাই খোলেননি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রান আউট হওয়ার আগে রশিদ খান ৬ রান করেন। দ্বিতীয় বলে ফেরার আগে ৫৬ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন গুরবাজ। উইকেটরক্ষক এ ব্যাটার ট্রেন্ট বোল্টের বলে হন বোল্ড। কোনো রান না করেই পঞ্চম বলে গ্লেন ফিলিপসের তালুবন্দি হন গুলবাদিন নাইব।
কিউইদের হয়ে বোল্ট ২২ ও হেনরি ৩৭ রান খরচায় পান ২ উইকেট।









