আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ প্রকাশিত টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ১০-এ ঠেলে ৯-এ এখন বাংলাদেশ। টিম টাইগার্সের রেটিং পয়েন্ট ২২২।
র্যাঙ্কিংয়ে হালনাগাদে এশিয়া কাপে সাফল্যের ফল পেয়েছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। ব্যাটিংয়ে তানজিদের উন্নতি হয়েছে, বোলিংয়ে তানজিমের।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৫৬৬ পয়েন্ট নিয়ে ৩৫এ আছেন তানজিদ। তিনধাপ এগিয়েছেন জাকের আলী অনিক। লিটন দাস পিছিয়েছেন একধাপ। পারভেজ হোসেন ইমন ৮ ধাপ পিছিয়ে এখন ৭৫ নম্বরে।
পাঁচধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৪২এ তানজিম। মোস্তাফিজুর রহমানের র্যাঙ্কিং অবনমন হয়েছে, ১১ থেকে এখন ১৫তে তিনি। তাসকিন আহমেদের র্যাঙ্কিং ৫ ধাপ পিছিয়ে এখন ৩০।
ছোট সংস্করণের ক্রিকেটে ভারত সবার উপরে। ভারত শুধু দলের র্যাঙ্কিংয়ে নয়, জয়জয়কার দেখিয়েছে ব্যাটিং-বোলিং ও আলরাউন্ডার র্যাঙ্কিংয়েও। ব্যাটিংয়ে অভিষেক শর্মা, বোলিংয়ে বরুণ চক্রবর্তী শীর্ষে। আলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে হার্দিক পান্ডিয়া।









