নতুন মুদ্রায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পরিবারের ছবি মুছে দিয়েছে সিরিয়ার বর্তমান সরকার।
সোমবার (৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়াজুড়ে নতুন নোট এসেছে, যা দীর্ঘদিনের ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদ এবং তার পরিবারের ছবি বাদ দেওয়া হয়েছে। কারণ নবনির্বাচিত সরকার আশা করছে, সিরিয়ার পাউন্ড এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধে হারানো মূল্য পুনরুদ্ধার করতে পারবে।
জানা যায়, পুর্ননকশাকৃত নোটগুলি কয়েক মাস ধরে তৈরি করা হচ্ছে।
সরকার মনে করছে, দেশটির অর্থনীতিকে স্থিতিশীল ও পুনরুজ্জীবিত করার এবং রাজ্যের পুনর্গঠনের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি।
দামেস্কের বাসিন্দা মুহাম্মদ বলেছেন, আমি এই পরিবর্তনে খুশি। আমাদের টাকায় তার (বাশার আল-আসাদ) এর ছবি দেখা হাস্যকর।
আল জাজিরার দামেস্ক প্রতিনিধি আয়মান ওঘান্না বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য লেনদেন সহজ করা, অর্থনৈতিক পুনরুদ্ধার বৃদ্ধি করা এবং দেশকে নতুন করে ব্র্যান্ডিং করা।
প্রসঙ্গত; ২০২৪ সালের ৮ ডিসেম্বর অপ্রতিরোধ্য গতিতে সিরিয়ার বিদ্রোহীরা ১২ দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের এবং বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের। সে থেকে নতুন নতুন পরিবর্তন আনছে দেশটির বর্তমান সরকার।









