অলিম্পিকে অভিষেকে ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের লিয়ান জুনজি এবং ইয়াং হাও। এ জুটি ২০২২, ২০২৩ এবং ২০২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিল। সোমবার তারা প্রতিটি রাউন্ডে সর্বোচ্চ স্কোর করেছেন। শেষে স্কোর দাঁড়িয়েছে ৪৯০.৩৫।
ইভেন্টটিতে রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের টম ড্যালি এবং নোয়াহ উইলিয়ামস। তাদের স্কোর ৪৬৩.৪৪। টম ড্যালি গ্রেট ব্রিটেনের প্রথম অ্যাথলেট যিনি ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড ইভেন্টে তিনটি পদক জিতলেন।
ব্রোঞ্জ গেছে কানাডার জুটি রাইল্যান উইনস এবং নাথান জসম্বর-মারের ঝুলিতে। তাদের স্কোর ছিল ৪৩৩.১৩। ১০ মিটার সিনক্রোনাইজড ইভেন্টে ইতিহাস গড়েছে কানাডা। ইভেন্টটিতে এটি কানাডার প্রথম পদক।









