বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে সিলেট টাইটানসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে তোলে স্বাগতিকরা।
ঘরের মাঠে শুরুটা একদমই ভালো হয়নি সিলেটের। ২২ রানে রনি তালুকদার ও মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে। ৭ বলে ১১ রানে রনিকে ফেরান সালমান মির্জা, তাসকিনের বলে সালমানের ক্যাচ হন ৭ বলে ৬ করা মিরাজ।
চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সাইম আইয়ুব। উইকেট ধরে খেলতে গিয়ে ধীরগতিতে রান তুলতে থাকেন। ৩৪ বলে ২৯ রান করা সাইমকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। বেশি সময় টিকতে পারেননি পারভেজ হোসেন ইমনও। ২টি করে চার ও ছক্কায় ৩২ বলে ৪৪ করে সাজঘরের পথ ফেরেন।
১৭তম ওভারের শেষ বলে ১১ বলে ১৩ করা আফিফ হোসেনকে বোল্ড করেন সালমান। শেষদিকে সিলেটের দর্শকদের মাতিয়ে তোলেন আফগান তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও ইংল্যান্ডের ইথান ব্রুকস। ৫ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ফিফটি হাঁকান ওমরজাই। তার সঙ্গে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ৬ বলে ১৩ রান করা ব্রুকস।









