সিলেট থেকে: বিপিএলে ঢাকার প্রথম পর্ব পেরিয়ে মাঠে গড়িয়েছে সিলেট পর্ব। চায়ের রাজ্য খ্যাত শহরে আসরের প্রথম ম্যাচে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল স্বাগতিক সিলেট। অ্যালেক্স হেলসের অপ্রতিরোধ্য সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে তা টপকে গেছে রংপুর রাইডার্স। সিলেটকে ৮ উইকেটে হারিয়ে টানা চার ম্যাচে জয় পেল গ্লোবাল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় রংপুর। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে সিলেট। জবাবে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রংপুর।
আগে ব্যাটে নামা সিলেটের দুজন ফিফটি পেয়েছেন। ৭ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৪ রান করেন রনি তালুকদার। ৪ ছক্কা হাঁকিয়ে ৩৮ বলে ৫০ রান করেন জাকির হাসান। অ্যারন জোন্স ৪ ছক্কা ও এক চারে ১৯ বলে ৩৮ রান করেন। শেষদিকে জাকের আলী অনিকের ৩ ছক্কায় ৫ বলে ২০ রানের ক্যামিওতে ২০৫ রান তোলে স্বাগতিক দল।
রংপুরের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও আকিফ জাভেদ।
জবাবে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। শূন্য রানে ফিরে যান আজিজুল হাকিম তামিম। পরে সিলেট বোলারদের উপর তাণ্ডব চালান হেলস। ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েন হেলস-সাইফ। সিলেটের মাটিতে বিপিএলে এটা সর্বোচ্চ রানের জুটি। ২০২৩ আসরে খুলনার হয়ে তামিম ইকবাল ও শাই হোপ দ্বিতীয় উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৮৪ রানের জুটি গড়েছিলেন।
দলীয় ১৮৮ রানে সাইফ হাসান ফিরে যান। ৩ চার ও ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করে। পরে ইফতিখারকে সঙ্গী করে ১০ চার ও ৫ ছক্কায় ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেলস। সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন। ১০ চার ও ৭ ছক্কায় ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন হেলস। ইফতিখার এক ছক্কায় ৮ রানে অপরাজিত থাকেন।









