সিলেট টাইটানসের বিপক্ষে ব্যাটিং ধস দেখেছে রংপুর রাইডার্স। নাসুম আহমেদ ও শহিদুল ইসলামের তোপে বেশ চাপে পড়েছিল দলটি। মাহমুদউল্লাহ রিয়াদের ২৩ বলে ২৯ রানে শতরান পেরোতে পেরেছে। পঞ্চম জয় পেতে স্বাগতিকদের করতে হবে ১১৫ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে রংপুর। ব্যাটিংয়ে ধুঁকে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়।
রংপুরের সর্বোচ্চ ৩০ রান করেছেন খুশদিল শাহ। ২৪ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কার মার। ৪ চারে ২৩ বলে ২৯ রান করেন মাহমুদউল্লাহ। লিটন দাস ২২ এবং ইফতিখার আহমেদ ১৭ রান করেন। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সিলেটের হয়ে ৩টি করে উইকেট নেন নাসুম ও শহিদুল। মঈন আলি ২ উইকেট এবং সালমান ইরশাদ নেন এক উইকেট।









