বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার ২০ জুন শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, সিলেট বিভাগে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সিলেট ছাড়া অন্য সব বিভাগে এইচএসসি পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে জানানো হবে।









