বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালীসহ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকারকে সাহায্য করবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ড রাষ্ট্রদূত রেতো রেংগলি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগের সরকারের সময়ে সুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরত দেওয়া-আনাসহ সাংবিধানিক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর আমির খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, বৈঠকে অর্থনীতি পুনরুদ্ধার ও যৌক্তিক সময়ে নির্বাচনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুইস রাষ্ট্রদূত। এসময় অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।









