দুই বিশ্ব রেকর্ড দিয়ে শেষ হলো প্যারিস অলিম্পিকের সাঁতারের ইভেন্ট। ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ববি ফিনকে। মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলেও যুক্তরাষ্ট্রের সাঁতারুরা জিতেছেন নতুন বিশ্ব রেকর্ড গড়ে।
লা ডিফেন্সে অ্যারেনায় দিনের প্রথম পদকে লড়াইয়ে ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন সুইডেনের সারাহ সিওস্ট্রম। ২৩.৭১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। ২৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাগ হ্যারিস। আর চীনের ঝাং ইউফেই ব্রোঞ্জ জিতেছেন ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে।
দ্বিতীয় ইভেন্ট ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৪ মিনিট ৩০.৬৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেন ফিনকে। যুক্তরাষ্ট্রের সাঁতারু পেছনে ফেলেন ২০১২ লন্ডন অলিম্পিকে গড়া চীনের সুন ইয়াংয়ের রেকর্ড। ১৪ মিনিট ৩১.০২ সেকেন্ড সময় নিয়েছিলেন সুন। ইভেন্টে ফিনকের ৩.৮৮ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি। ব্রোঞ্জ জিতেছেন আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন।
তৃতীয় ইভেন্ট ছিল ছেলেদের ৪×১০০ মিটার মেডলি রিলে। পাঁচটি সোনা জিতে প্যারিস অলিম্পিক শেষ করার সুযোগ ছিল ফরাসি তারকা লিও মারশার। তবে ব্যর্থ হয়েছেন। ৩ মিনিট ২৭.৪৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতে চীন। ইভেন্টে ০.৫৫ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র। চীনের চেয়ে ০.৯২ সেকেন্ড পেছনে থেকে ব্রোঞ্জ জেতে মারশার ফ্রান্সের। ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিক শেষ করলেন মারশা।
সাঁতারের শেষ ইভেন্ট মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলেতে নিজেদের রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ৪৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে ২০১৯ সালে গড়া ৩ মিনিট ৫০.৪০ সেকেন্ডের রেকর্ড ভাঙে দলটি। ইভেন্টে রৌপ্য জিতেছে অস্ট্রেলিয়া, ব্রোঞ্জ জিতেছে চীন।









