ছেলেদের সাঁতারে প্রথম স্বর্ণ জিতেছে জার্মানি। ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন লুকাস মার্টেনস। মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্না টিটমাস।
স্থানীয় সময় সন্ধ্যায় সাঁতার পুলে প্রথম ফাইনালে ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট গড়ায়। ৩ মিনিট ৪১.৭৮ সেকেন্ড সময় নিয়ে লুকাস মার্টেনস স্বর্ণ জেতেন। তার চেয়ে ০.৪৩ সেকেন্ড পিছিয়ে রৌপ্য পদক জিতেছেন অস্ট্রেলিয়ার এলিজা উইনিংটন। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম উ-মিন।
মেয়েদের ইভেন্টে ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক ধরে রেখেছেন টিটমাস। ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন কানাডার সামার ম্যাকিন্টোস। ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি।









