বিশ্বর্যাঙ্কিংয়ে তিনে থাকা ইগা সুয়েটেক ২০২৫ উইম্বলন্ডন জিতেছেন। তার ষষ্ঠ গ্র্যান্ড স্লাম মুকুট। সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে কাজাক তারকা এলেনা রাইবাকিনাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন এ পোলিশ তারকা। তার ২৯তম ট্যুর ফাইনাল।
সুয়েটেক সেমিতে ৭-৫,৬-৩ সেটে হারান এলেনাকে। প্রথম ফাইনালে তিনি খেলবেন ইতালিয়ান জেসমিন পাওলিনির বিপক্ষে। গতবছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে দেখা হয়েছিল দুজনের। জিতেছিলেন সুয়েটেক।
রাইবাকিনা কোয়ার্টারে মেয়েদের টেনিসে বিশ্বর্যাঙ্কিংয়ে একে থাকা বেলারুশ তারকা আরিয়ানা সাবালেঙ্কাকে হারান। ইগার সঙ্গে সেমিতে প্রথম সেটেই খেই হারান।
সুয়েটেক বলেছেন, ‘এটা কঠিন ম্যাচ ছিল। শুরুতেই আমরা বেশ দ্রুততার সাথে খেলছিলাম। কিছুসময় আমরা দ্বিতীয় বলের জন্য পিছপাও হইনি। ভালো মানের টেনিস খেলেছি, তাতেই আমি বেশ খুশি।’
‘খুবই কঠিন ম্যাচ হবে ফাইনাল। আমাকে বেশ ভালো প্রস্তুতি সেরে নামতে হবে। নিজেকে নিয়ে মনযোগী হচ্ছি আরও।’









