রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে।
আজ রোববার (৩০ জুন) রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে দলীয় বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ।
অন্যদিকে, একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকলীগ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল্লাহ খাঁন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রাজশাহী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেন্টু, জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজ রহমান সাগর।









