থিয়েটার দিয়ে শুরু, এরপর ছোটপর্দা ও সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলেছেন। হাল সময়ের ওটিটিতে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। বলছি সব মাধ্যমে সময়ের দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা।
শনিবার (১ জুন) এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন শোবিজের সহকর্মী থেকে সাধারণ দর্শক। এরমধ্যে যোগ দিয়েছেন কলকাতার অভিনয়শিল্পীরাও। পশ্চিমবঙ্গের তারকা অভিনেত্রী স্বস্তিকাতো চঞ্চল চৌধুরীকে অভিনয়ের ‘ইনস্টিটিউশন’ বলে সম্বোধন করলেন!
এদিন স্বস্তিকা চঞ্চলকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দেন। যেখানে তিনি নিজেকে চঞ্চল চৌধুরীর গুণমুগ্ধ ভক্ত বলে পরিচয় দেন।
ওটিটির বদৌলতে চঞ্চলের কোনো কাজ এলেই সবার আগে সেটা দেখার চেষ্টা করেন জানিয়ে স্বস্তিকা এদিন লিখেন,“আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন- সেই মহারাজের আজ জন্মদিন। নিজের কর্ম জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন আমি তাঁর একটা কাজ ও মিস করি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায়! তাই স্ট্রিমিং শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না। চরকি আর হইচইকে অশেষ ধন্যবাদ, ওরা না থাকলে এমন প্রকাণ্ড এক শিল্পীর কাজ না দেখে মরতে হত। কি বিশাল একটা ক্ষতি হত সেটা। হ্যাপি বার্থডে চঞ্চল চৌধুরী।”
চঞ্চলকে অভিনয়ের ইনস্টিটিউশন মনে করেন ‘কালা’ ছবির এই অভিনেত্রী। তিনি বলেন,“তোমার বাম দিকে তাকালে বোঝা যায়না তোমার ডান দিকটা কেমন, এমন ভাবে চরিত্র হয়ে ওঠো যে চিনতে পারা ভার। আরো ভাল কাজের অপেক্ষায় ছিলাম, আছি, থাকব। আমি অভিনেতা হিসেবে খুব লোভী, সব ভাল কাজ নিজে করতে চাই। দর্শক হিসেবেও লোভী, সব ভাল কাজ দেখতে চাই, আর সেই কাজ তোমার হলে তো কথাই নেই। তুমি একটা গোটা ইনস্টিটিউশন। প্রত্যহ শিখি অভিনয়ের নতুন সব দিক দিগন্ত। অফুরান ভালবাসা নিও – আমার প্রিয় শিল্পী। জেনো আমিই তোমার সবচেয়ে বড় অনুরাগী।”
সময়ের ব্যস্ত অভিনেত্রী স্বস্তিকা। তিনি নিজেও ওটিটি ও সিনেমার পর্দায় সমানতালে অভিনয় করছেন। শুধু বাংলায় নয়, হিন্দিতেও নিয়মিত কাজ করতে দেখা যাচ্ছে। চঞ্চল চৌধুরীর সাথেও একটি সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছে। রেদওয়ান রনি পরিচালিত সেই ছবির নাম ‘দম’। যদিও যৌথপ্রযোজনার এই ছবিতে চঞ্চলের থাকার বিষয়টি নিশ্চিত করলেও স্বস্তিকার বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পরিচালক কিংবা প্রযোজক।









