বাংলা রবীন্দ্র সংগীতের কিংবদন্তী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। যিনি বরাবরই পরিচিত তাঁর নির্মল কণ্ঠ, গভীর আবেগ এবং তরুণ প্রজন্মের প্রতি উন্মুক্ত স্নেহের জন্য। এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তিনি সরাসরি উপস্থিত না থাকলেও চ্যানেল আই–তে সম্প্রচারিত একটি বিশেষ গানচিত্র দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।
‘শ্রাবণের ধারার মত’ শিরোনামের গানচিত্রটি চিত্রায়িত হয়েছে সুদূর আমেরিকায়। এতে বন্যার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ প্রজন্মের স্বীকৃতিপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। গানটি সম্প্রচার হওয়ার পর থেকেই দর্শকমহলে আলোচিত হচ্ছে।
গানচিত্রটি শুধু সংগীত পরিবেশনা নয়, বরং এটি এক আধ্যাত্মিক নিবেদন। রবীন্দ্রনাথের গান ‘শ্রাবণের ধারার মত’–এর সঙ্গে মিশেছে বিথিকা ও গীতাঞ্জলি থেকে নির্বাচিত কবিতার পঙ্ক্তিমালা। আবৃত্তি করেছেন সামিউল ইসলাম পোলাক এবং সংগীতায়োজন করেছেন নীলাঞ্জন ঘোষ। গানচিত্রটির ভাবনা ও সৃজন নির্দেশনায় ছিলেন স্বপ্নীল নিজেই।
রেজওয়ানা চৌধুরী বন্যা শুধুই একজন শিল্পী নন, তিনি তরুণশিল্পীদের কাছে একজন পথপ্রদর্শক। তাঁর সংগঠন সুরের ধারা সবসময়ই তরুণদের নিয়ে কাজ করে এসেছে। ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ কিংবা চ্যানেল আইয়ের যেকোনো সংগীত আয়োজনে তাঁর ছাত্রছাত্রীদের সরব উপস্থিতি তারই প্রমাণ। নতুন প্রজন্মের প্রতি তাঁর এই সদয় দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতা বাংলাদেশের সংগীতজগতের জন্য অনন্য এক দৃষ্টান্ত।
সংগীতবিশ্লেষকরা বলছেন, এ প্রজন্মের শিল্পী স্বপ্নীল সজীবের সাথে নতুন এই গানে কণ্ঠ দিয়ে বন্যা আবারও প্রমাণ করলেন—‘সংগীতের জন্যই সংগীত’—এই নীতিতেই তিনি অটল। তরুণদের সঙ্গে কাজ করে, নতুন প্রজন্মকে এগিয়ে দিয়ে, তিনি যেন রবীন্দ্রচিন্তার ধারাকে আরও গভীর ও বিস্তৃত করে তুলছেন।










