দারুণ বোলিংয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন মারুফা আক্তার-নাহিদা আক্তাররা। নিগার সুলতানা জ্যোতির দলের সামনে কেবল ১৩০ রানের লক্ষ্য দিতে পেরেছে ফাতিমা সানার দল।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
প্রথম ওভারেই পাকিস্তানের দুই ব্যাটারকে ফিরিয়ে ভালা শুরু এনে দেন মারুফা। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। অধিনায়ক ফাতিমা সানা করেন ২২ রান। মুনীবা আলি ১৭, সিদরা নাওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করেন। পরে দিয়ানা বেগ ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।
টাইগ্রেস বোলারদের মধ্যে স্বর্ণা আক্তার ৩ উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।









