প্রথমবার পূর্ণ মেয়াদে ভারতকে নেতৃত্ব দিতে নেমেছেন শুভমন গিল। এমনকি তিনি দেশটির পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কও বটে। যার শুরুটাই হয়েছে দারুণ এক সেঞ্চুরিতে। একইদিনে নিয়ম ভেঙে পড়েছেন বিপাকে, হতে পারে শাস্তিও।
লিডসে শুক্রবার শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দিন শেষে ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান সংগ্রহ করে ভারত। যেখানে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেন গিল। তাকে সঙ্গ দেয়া রিশভ পান্টের ব্যাট থেকে এসেছে ৬৫ রান। চতুর্থ উইকেটে ১৯৮ বলে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
এ দিন গিলকে দেখা গেছে কাল কালো রঙের মোজা পরে ব্যাটিং করতে। যা টেস্টে আইসিসির নিয়মের পরিপন্থী। আইসিসির ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রুলস’- এর ১৯.৪৫ অনুচ্ছেদে স্পষ্ট করা বলা হয়েছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়েরা শুধু ‘সাদা, ক্রিম ও হালকা ধূসর’ রঙের মোজা পরতে পারবেন। ওয়ানডে ও টি-টুয়েন্টিতেও একই রঙের মোজা পরার বিধান রাখা হয়েছে এই অনুচ্ছেদে। তবে ট্রাউজারের মূল রঙের সঙ্গে মিলিয়েও মোজা পরা যাবে সংক্ষিপ্ত দুটি সংস্করণে। ২০২৩ সালের মে মাস থেকে কার্যকর করা হয় আইসিসির এ নিয়ম।
গিল নিয়ম ভেঙে অন্য রঙের মোজা পরে মাঠে নামায় শাস্তি পাবেন কি না, তা নির্ভর করছে এই ম্যাচের রেফারি রিচি রিচার্ডসনের ওপর। গিল ইচ্ছা করে নিয়ম ভেঙে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন কি না, সে বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। শাস্তি পেলে সেটা হতে পারে ম্যাচ ফির ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ অর্থ জরিমানা। ডিমেরিট পয়েন্টও পেতে পারেনন। তবে ব্যাপারটা দুর্ঘটনাক্রমে কিংবা অনিচ্ছাকৃত, ভেজা মোজা কিংবা ব্যবহার করার উপযোগী নয় এমন হলে বেঁচে যেতে পারেন গিল।









