মেয়েদের অ্যাশেজের একমাত্র টেস্টে আটে নেমে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সাদারল্যান্ড। ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে গড়েছেন আট বা তার নিচে নেমে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড।
বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ম্যাচের প্রথম দিন ২৩৮ রানে অজিদের ষষ্ঠ উইকেট পতনের পর ব্যাটে নামেন সাদারল্যান্ড। দিন শেষে অপরাজিত থাকেন ৩৯ রানে। দ্বিতীয় দিন এসে ১৪৮ বলে স্পর্শ করেন শতরান। ইনিংসে ১৮৪ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন তিনি।
১৬ চার ও ১ ছক্কায় সাদারল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। এরআগে ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ বলে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল জিল কেনারের।
টেস্ট ক্রিকেটে আট বা তার নিচে নেমে শতরান করা তৃতীয় ইনিংস এটি। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার চামানি সেনেভিরন্তে। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে অপরাজিত ১০৪ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ক্যারেন প্রাইস। টেস্ট ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আট থেকে এগারো নম্বরে সেঞ্চুরির দেখা মেলেনি এখনও।
সাদারল্যান্ড, পেরি ও তাহলিয়া ম্যাকগ্রার ব্যাটে প্রথম ইনিংসে ৪৭৩ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। পেরি ফিরেছেন ৯৯ রানে, আর তাহলিয়া ৬১ রানে। ইংলিশদের হয়ে ৫টি উইকেট নিয়েছেন সোফি একলেস্টন।
জবাবে নেমে তাম্মি বাউমন্টের সেঞ্চুরিতে ২ উইকেটে ২১৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। ১৫৪ বলে ১০০ রানে অপরাজিত রয়েছেন তাম্মি। তৃতীয় দিনে তাকে সঙ্গ দেবেন ৪৪ বলে ৪১ রান করা নাট স্কাভার ব্রান্ট। এছাড়া ৯১ বলে ৫৭ রান করে ফিরেছেন হেথার নাইট।







