হৃতিক রোশন প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে- সেই খবর এখন সবার জানা। সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে হৃতিকের সম্পর্ক তো বটেই, সাবার সম্পর্কটাও দারুণ! তারই প্রমাণ মিলল সামাজিক মাধ্যমে সুজান খানের করা এক মন্তব্যে!
সম্প্রতি ইনস্টাগ্রামে খয়েরি রঙের বডিকন পোশাকে একটি ভিডিও শেয়ার করেন সাবা আজাদ। ছবির ক্যাপশনে সাবা লিখেছেন, ‘এই আত্মপ্রেমের কোনো স্মার্ট শিরোনাম খুঁজে পাচ্ছি না।’
সাবা আজাদের এই ছবিতে সুজান খান মন্তব্য করেছেন, ‘ওয়াও সাবু!’ সাথে জুড়ে দিয়েছেন আগুনের ইমো! আদর করে সাবাকে ‘সাবু’ ডাকেন সুজান। বিষয়টি মুগ্ধ করেছে নেটিজেনদের।
এর আগে গোয়াতে একসঙ্গে পার্টি করতে দেখা গেছে হৃতিক, সাবা, সুজান ও সুজানের প্রেমিক গণিকে। একসঙ্গে ক্যামেরায় ফ্রেমবন্দিও হয়েছেন তারা।
এদিকে সম্প্রতি করণ জোহরের পার্টিতেও হৃতিক ও সুজান এসেছিলেন তাদের প্রেমিকা ও প্রেমিকের সঙ্গে।







